কাতারে কো’য়ারেন্টা’ইনের নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। এর মধ্যে দুটি বিশেষ পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৫ এপ্রিল রবিবার থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রথমত, যারা একবার ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হয়েছিলেন, তারা সুস্থ হওয়ার পর যদি কাতারে আসেন তবে তাদেরকে হোটেল কো’য়ারেন্টা’ইনে থাকতে হবে না। এক্ষেত্রে সুস্থ ব্যক্তির ল্যাবরেটরি রেজাল্ট থাকতে হবে। কিন্ত ক’রো’নায় আ’ক্রা’ন্ত হওয়ার তারিখ থেকে যদি ৬ মাস পার হয়ে যায় তবে এই সুবিধা প্রযোজ্য হবে না।
তবে কাতারে আসার পর তাকে অবশ্যই করোনা নে’গে’টিভ সনদ দেখাতে হবে। দ্বিতীয়ত, কাতারে আসার সময় প্রত্যেকের ক’রো’না টেস্ট এবং নেগেটিভ সনদ বাধ্যতামূলক। তবে এই টেস্ট করাতে হবে ফ্লাইটের আগে ৭২ ঘন্টার মধ্যে প্রত্যেক দেশে সরকার কর্তৃক অনুমোদিত টেস্ট সেন্টার থেকে।