পাকিস্তানের একটি জ’ঙ্গিগো’ষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল হেফাজতের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরেরর সাধারণ সম্পাদক মামুনুল হকের। ২০০৫ সালে মামুনুল হক পাকিস্তানে যান।
সেখান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হা’ম’লা, অ’গ্নি সংযোগ ও সং’হি’তার ঘটনা ঘটান। এছাড়া সরকার উৎখাতে মামুনুল সব ধরনের পরিকল্পনাও করেন।
রোববার বিকালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশীদ রিমা’ন্ডে থাকা মামুনুল হকের বিষয়ে সম্মেলনে এসব কথা বলেন।