ক’রো’নাভা’ইরা’স পরিস্থিতির অবনতি হচ্ছে ভারতে। এই পরিপ্রেক্ষিতে নতুন নির্দেশনা জারি করেছে কাতার কর্তৃপক্ষ। তবে নির্দেশনায় শুধু ভারত নয়, বরং অন্যান্য দেশের নামও রয়েছে। নতুন এই ঘোষণায় কাতারে আসার আগে ৪৮ ঘন্টার মধ্যে ক’রো’না টে’স্ট করিয়ে নে’গেটিভ সনদ সাথে রাখতে হবে।
কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ সোমবার ২৬ এপ্রিল এক টুইট বার্তায় জানায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং ফিলিপাইন থেকে কাতারে আসার পর বাধ্যতামূলকভাবে ১০ দিনের জন্য হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। যারা ক’রো’নার টি’কা পেয়েছেন, তাদের বেলায়ও এই নতুন নির্দেশনা প্রযোজ্য হবে।
তবে কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ বা অন্য কোনো সূত্র এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি। ফলে বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় দূতাবাসের টুইটারে এই টুইটে অনেকে তাই মন্তব্য করে সূত্র জানতে চাচ্ছেন।