টালিউডে বর্তমান সময়ের সবচেয়ে আলো’চিত নায়িকা নুসরাত জাহার ও অভিনেতা যশ দাশগুপ্ত। সন্তানসম্ভবা থাকার সময় থেকে আলো’চনায় তারা। অবশ্য আগে শিকার না করলেও এখন সদ্য জন্ম নেয়া সন্তানের বাবা যশ সেটি জনসম্মুখেই বলেছেন তারা। নুসরাত সন্তা’নসম্ভ’বা হওয়ার পর থেকে সন্তান জন্ম পর্যন্ত সারাক্ষণ তার পাশে ছিলেন যশ।
সন্তান হওয়ার পরও ছেলেকে দেখভাল করছিলেন এ অভিনেতা। এমনকি মিডিয়ার সামনে পর্যন্ত আনতে দেননি ছেলেকে। এবার নুসরাত ও ছেলেকে রেখেই আরেক নায়িকাকে নিয়ে কা’শ্মীকে উড়াল দিলেন যশ। এই অিভিনেতার সঙ্গে কাশ্মীরে যাওয়া নায়িকার নাম এনা সাহা। বুধবার (২০ অক্টোবর) রাতে এনার সঙ্গে কা’শ্মীরের উদ্দেশ্যে রওনা দেন যশ।
গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন এনা। গতকাল বুধবার ছিল লক্ষ্মীপূজা। আর সেই পূজার আনুষ্ঠানিকতা সেরেই কাশ্মীর পথে পা বা’ড়িয়েছেন যশ-এনা। তবে ঘোরা বা একান্তে সময় কা’টানোর জন্য নয়। এনা-যশের এই সফর মূলত সিনেমার কাজে। ভূস্বর্গে চিত্রায়িত হবে তাদের নতুন সিনেমা ‘চিনে বাদাম-এর গানের দৃশ্য।
কয়েক দিন আগেই সিনেমাটির সংলাপ দৃ’শ্যের শু’টিং সম্প’ন্ন হয়েছে। বাকি ছিল গানের শু’টিং। সেটাকে নজরকাড়া লোকেশনে ধারণ করতেই কাশ্মীরে গেছেন তারা। এনা জানান, কাশ্মীরে গিয়ে প্রথম দুই দিন তারা ঘুরবেন। শু’টিংয়ের জন্য উপযুক্ত লোকেশন খুঁজবেন। এরপর হবে শু’টিং।