অসাধারণ বোলিং নৈপুন্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলো’ড করে দেশ বিদেশের ক্রিকেট প্রেমিদের তাক লাগিয়ে দিয়েছে বরিশালের ৬ বছর বয়সী আসাদুজ্জামান সাদিদ। ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার পর্যন্ত তার প্রতিভায় মু’গ্ধ হয়ে ভি’ডিও আপলো’ড করেছেন।
এবার ক্ষু’দে ওই ক্রিকেটারের দায়িত্বভার গ্রহণ করেছেন বরিশালের জেলা প্রশাসুক (ডিসি) জসীম উদ্দিন হায়দার। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে জেলা প্রশাসকের বাসভবনস্থ কার্যালয়ে সাদিদ ও তার মামাকে আমন্ত্রণ জানান ডিসি। তখনই কথা হয় সাদিদের সারবিক দায়িত্ব গ্রহণের বিষয়ে।
৬ বছর বয়সি সাদিদ বরিশালের ৪ নম্বর ওয়ার্ড মহাবাজ এলাকার উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার জানান, সাদিদ বরিশালের গর্ব। এত ছোট বয়সে ও বি’স্ময়কর বালক হয়ে নিজের প্রতি’ভা প্রকাশ করেছে।
তার বোলিং বিশ্বের বাঘা-বাঘা খেলোয়া’ড়দের মন কেড়েছে। আমাদের উচিত ওর দেখভাল করা, যাতে করে ওর হাতের জাদু হা’রিয়ে না যায়। সাদিদের খেলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আমরা সাদিদের প্রতি’ভা ধরে রাখতে ওর পাশে থাকব।