কুমিল্লার ঘটনায় আ’টক ইকবালের বিষয়ে বিএনপপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে তথ্য আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লার ঘটনায় গ্রে’ফতার ইকবাল হোসেনের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্ত’ব্যে অনুমান হয় যে, তার কাছে অধিকতর তথ্য রয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনিই তথ্য প্রমা’ণ দিয়ে বলুন, এ কয়দিন ইকবাল কোথায় ছিল? তিনি আরও বলেন, ভি’ডিও ফু’টেজে চি’হ্নিত হওয়া কুমিল্লার পূজাম’ণ্ডপে পবিত্র কুরআন শরিফ রাখা ইকবাল হোসেনের গ্রে’ফতা’রে যখন সবাই স্ব’স্তি প্রকাশ করছে তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন গ্রে’ফতা’র হওয়া যুবক এতদিন কোথায় ছিল?
আসলে যে কোনো অর্জন বা সাফল্যকে বিত’র্কিত করা বিএনপির স্বভাব। প্রতিটি বিষয়ে স’ন্দেহ করার বিরল প্রজাতির ভাইরাসে বিএনপি আ’ক্রা’ন্ত মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, অব’স্থাদৃ’ষ্টে জনমনে প্রশ্ন ও স’ন্দেহ দেখা দিয়েছে যে, বিএনপির এই অতিপ্রতি’ক্রিয়া বা আগবা’ড়িয়ে কথা বলা তাদের নিজেদের অ’পরা’ধ লু’কো’নোর কৌশল কিনা। বিএনপির দ্বি’চারিতা সম্প’র্কে দেশের মানুষ ভালো করেই জানে। তারা চো’রকে বলে চু’রি কর, আর গৃহ’স্থকে বলে সজাগ থাকো।