গুলশানে তরুণী আ’ত্মহ”ত্যা প্ররোচনা মাম’লায় আইন আইনের মতো চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বিষয়টি তদ’ন্তাধীন উল্লেখ করে মন্ত্রী বলেন, কেউ অপরা’ধ করলে আইন অনুযায়ী তার বিরু’দ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, হেফাজত অরাজনৈতিক সংগঠন হলেও সাম্প্রতিক কর্মকা’ণ্ড তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ প্রমাণ করেছে।
তাদের অর্থদাতাদের খোঁজ খবর চলছে এবং কয়েকজনকে শনা’ক্তও করা গেছে। জুনায়েত বাবুনগরীর বিরু’দ্ধে মা’মলার তদ’ন্ত চলছে, দো’ষী হলে কেউ ছাড় পাবে না বলেও হু’শিয়ার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।