কাতারজুড়ে সব মসজিদে ইমামদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি এই মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গানেম বিন শাহিন আলগানেম।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন আছর নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে ৫ মিনিট রিয়াদুস সালেহিন বই থেকে পাঠ করতে হবে। যাতে মুসল্লিরা ইসলামের বিভিন্ন বিষয়ে জানার সুযোগ পায়। তবে এই বই পাঠ যেন ৫ মিনিটের বেশি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর কাতারের সব মসজিদে ৫ ওয়াক্ত ফরজ নামাজ ও জুমার জামাতে নামাজ আদায়ের সময় দূরত্ব বজায় রাখতে হবে না বলে ঘোষণা দেওয়া হয়। তবে জুমার খুতবা চলাকালে এক মুসল্লি থেকে আরেক মুসল্লির দূরত্ব এক মিটার বজায় রাখতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব এলাকায় মসজিদে নামাজিদের চা’প কম, সেসব মসজিদে ট’য়লেট ও ওজুখানা খোলা রাখা হবে। আর শুক্রবারে জুমার নামাজে আজানের পর মসজিদের ভেতর এক মিটার দূরত্ব রেখে মুসল্লিরা বসবেন। মসজিদ ভ’রে গেলে দরজা লাগিয়ে রাখা হবে।