চলতি বছরের জানুয়ারি মাস থেকে উপসাগরীয় দেশ কাতারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তবে মে মাসে কাতারে জ্বালানি তেলের দাম বাড়ছে না।
গত বছরের জুন মাস থেকে কাতারের তেলের দাম
মে মাসজুড়ে প্রিমিয়াম পেট্রোল প্রতি লিটার বিক্রি হবে ১.৮০ রিয়ালে, আর সুপার পেট্রোল বিক্রি হবে প্রতি লিটার ১.৮৫ রিয়ালে। তবে ডিজেল বিক্রি হবে এপ্রিল মাসের চেয়েও কম দামে প্রতি লিটার ১.৬৫ রিয়ালে, যা গত মাসের চেয়ে ৫ দিরহাম কম।
টুইটারে কাতার পেট্রোলিয়াম কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বলা হয়েছে প্রিমিয়াম, সুপার গ্রেডের পেট্রোলের দাম এপ্রিলের মতোই থাকবে এবং ডিজেলের দামও কম হবে।