কাতার বিশ্বকাপ দেখতে আসলেন মেসুত ওজিল

ozil

কাতারে গিয়েছেন ফুটবলার মেসুত ওজিল। কাতারের অসাধারন আতিথেয়তার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ওজিল লেখেন, ‘ কাতারের ফিফা বিশ্বকাপ আসরে উপ’স্থিত হতে পেরে ভালো লাগছে। ধন্যবাদ আয়োজকদের নি’খুঁত আয়োজন ও আতিথেয়তার জন্য।

 

এখানে থাকতে পারা সব সময় আনন্দের। টুর্নামেন্টের বাকি অং’শের জন্যেও শুভ কামনা।’ এরপর তিনি দোয়ার ইমোজির সঙ্গে তু’রস্ক ও কাতারের পতাকা যুক্ত করে লেখেন, ‘ ইনশাআল্লাহ, আমরা আবার আমাদের দেখতে পাব।’

 

তার এ বার্তা থেকে এটাই স্পষ্ট যে, আগামী বিশ্বকাপে ৬৪ দলের প্রতিযোগিতায় তিনি তুরস্ক ও কাতারকে দেখতে চান। যদিও কাতার স্বাগতিক হিসেবে এবার খেলার সুযো’গ পেয়েছিলেন। কিন্তু গ্রুপ পর্বের সবকটি ম্যাচ হেরে ইতো’মধ্যে তারা আসর থেকে ছি’টকে গেছে।

 

জার্মানিতে জ’ন্ম নেয়া ওজিল ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধি’ত্ব করেন। ২০১৪ সালে জার্মানদের হয়ে জে’তেন বিশ্বকাপ শিরো’পা। অথচ আজকে কোস্টারিকার বিপ’ক্ষে জার্মানির ম্যাচ নিয়ে কোনো কথা বলেননি তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin