আগামীকালই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন নেইমার

বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই পড়লেন ইনজু’রিতে, তবুও হাল ছাড়েননি। চিকিৎসাও চা’লিয়ে যাচ্ছেন ঠিকঠাক। এবার বার্তা দিলেন ফেরার। ইনজু’রিতে কা’টিয়ে আগামীকালই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

 

নিজেকে প্রস্তুত করে ফিরবেন শেষ ষো’লোতে। ক্যামেরুনের বিপ’ক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে কিছু’ক্ষণ পরেই মাঠে নামবে ব্রাজিল। এর আগে নেইমারকে দেখা গেছে ইনডোরে অনু’শীলন করতে।

 

সাথে ছিলেন চিকিৎস’করাও। সামাজিক যোগাযোগমাধ্যমে পো’স্ট করা সেই ভি’ডিওর ক্যাপশনে নেইমার লিখেন, ‘আমি ফিরছি’। ভি’ডিওটিতে দেখা যায়, বল নিয়ে নেইমার দৌড়াচ্ছেন, হে’ড নিচ্ছেন, লাফ দিচ্ছেন।

 

নিজের দুই পায়ের শ’ক্তি দেখাচ্ছেন অনুশীলনের মাধ্যমে। এই ভি’ডিও দেখেই ব্রাজিলিয়ান সমর্থকরা সাহস পাচ্ছেন। তবে কি ফিরছেন নেইমার? তা দেখা যাবে নকআউট পর্বের প্রথম ম্যাচেই।

Share on facebook
Share on twitter
Share on linkedin